ঢাকা-মনোহরদী সড়কে কাভার্ডভ্যান-সি এনজি মুখোমুখি সংঘর্ষে আহত-৫নিহত ১ 444 0
ঢাকা-মনোহরদী সড়কে কাভার্ডভ্যান-সি এনজি মুখোমুখি সংঘর্ষে আহত-৫নিহত ১
মোসাদ্দিকুর রহমান মুছা:
গতকাল মঙ্গলবার সকাল ৮.২৭ মিনিটে ঢাকা-মনোহরদী সড়কের শিবপুর খাদ্য গুদামের সামনে কাভার্ডভ্যান-সি এনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১জন নিহত এবং ৫জন আহত হয়েছে।আহতদের শিবপুর উপজেলা হাসপাতালে পাঠানো হযেছে । প্রত্যক্ষদর্শীরা জানায়,আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক,বাকী ৩জনের গুরুতর জখম হয়েছে।হাইওয়ে পুলিশসুত্রে জানা যায়,নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম(৩৩) পিতা সিরাজুল ইসলাম সাং চন্দ্রনপুর,মনোহরদী,নরসিংদী । আহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক জানা যায়নি ।গাড়ী দুটি আটক করা হয়েছে।ভাড়ায় চালিত সিএনজি টি মনোহরদী থেকে শিবপুরের দিকে যাচ্ছিল আর বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায় ।